বাঙালির জাতীয় জীবনের সর্বাধিক গৌরবদীপ্ত ও ঐতিহ্যবাহী প্রহর বিজয় দিবস। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রাম এর পর ১৯৭১ এর ১৬ ডিসেম্বর বাঙালি জাতি অর্জন করে একটি মানচিত্র, একটি পতাকা।
আজ ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসে, আই ইইই এনএসইউ স্টুডেন্ট ব্রাঞ্চের পক্ষ থেকে একাত্তরের সকাল শহীদের প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলী।
বিজয় দিবসের এই অনিন্দ্য মনোরম মুহূর্তে বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরিন্দ্রিয়তে জাগ্রত হোক স্বদেশপ্রেম। “বাংলাদেশ” এর বিজয়ের উচ্ছ্বাসের পিছনে যেসকল লাখ লাখ রক্তাক্ত শহীদের আত্মত্যাগ রয়েছে তা অনন্তকাল থেকে যাবে আমাদের মনের মণিকোঠায়! আজকের এই বিজয় দিবসের শপথ হোক – আমরা মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা করব এবং উন্নত, সমৃদ্ধশালী ও অসম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব।